সোমবার, ১৭ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ১৩, ২০২৪ by

উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে ৩০ জন উপসহকারী কৃষি কর্মকর্তাকে হাতেকলমে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ বিষয়ে দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে। গত রবিবার শুরু হওয়া প্রশিক্ষণটি সোমবার শেষ হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় আয়োজিত প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন জেলা কার্যালয়ের উপপরিচালক ড. পলাশ সরকার ও কৃষি প্রকৌশলী মো. সাইদুর রহমান।
কৃষি প্রকৌশলী মো. সাইদুর রহমান জানান, কৃষিকে আধুনিকায়ন, যান্ত্রিকীকরণ ও লাভজনক করার লক্ষে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পটি গ্রহণ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এই প্রকল্পের আওতায় মাঠপর্যায়ে কাজ করা উপসহকারী কৃষি কমকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষে হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হলো।
তিনি আরো জানান, এর আগে ৩০ জনের একটি ব্যাচকে দুই দিনের প্রশিক্ষণ দেয়া হয়েছে এবং নতুন করে আরো ৩০ জনকে দেয়া হলো। তারা কৃষকদেরকে কৃষি যান্ত্রিকীকরণের বিষয়টি অবহিত করবেন।

About The Author

শেয়ার করুন