চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সকাল ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের উপরাজারামপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল উপরাজারামপুরের ঝাটু মিস্ত্রির ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান ও স্থানীয় সূত্র জানান, শনিবার সকাল ৮টার দিকে উপরাজারামপুরে রাস্তা পারাপার হচ্ছেল। এ-সময় ডিম বহনকারী একটি মিনি পিকআপ ভ্যানের ধাক্কায় সে আহত হয়। ওই পিক ভ্যানচালকই প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায় এবং পরে রাজশাহী মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।