বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ রবিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ২১, ২০২৪ by

উপজেলা পরিষদ নির্বাচন : নিয়ামতপুরে মনোনয়নপত্র দাখিল ১৫ প্রার্থীর

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে নিয়ামতপুর উপজেলায় ৩ পদে মোট ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে এই তথ্য জানিয়েছেন উপজেলা সহকারী নির্বাচন অফিসার ইমতিয়াজ মোরশেদ।
তিনি জানান, এবার সম্পূর্ণ অনলাইনে মনোনয়নপত্র জমা নেয়া হয়েছে। নিয়ামতপুর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদ আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ঈশ্বর চন্দ্র বর্মন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, নওগাঁ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আবেদ হোসেন মিলন এবং সোহরাব হোসেন নামের একজন।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রায়হান কবির রাজু, ভাবিচা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য তুশিত কুমার, ভাবিচা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আফজাল হোসেন বুলু, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তৌফিক এলাহী চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি রেজাউল করিম।
অন্যদিকে মহিলা ভাইস চেয়ারম্যানে পদে মনোনয়নপত্র দাখিল করেছেন- উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ৬নং পাড়ইল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমাতুজ জোহুরা , ৫নং ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা সদস্য স্বপ্না খাতুন ও নাজনীন আরা।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২ মে, ভোটগ্রহণ হবে ২১ মে।

About The Author

শেয়ার করুন