নওগাঁর নিয়ামতপুরে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দখিলের শেষ দিন সোমবার পর্যন্ত চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জনসহ মোট ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যানপদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়াও চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চন্দননগর ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান (তোতা), উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও বর্তমান উপজেলা চেয়ারম্যানের ছেলে রেজাউল হাসান রানা, নওগাঁ জেলা আওয়ামী লীগের সদস্য আবেদ হোসেন মিলন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছাদরুল আমিন চৌধুরী, বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী ও পবিত্র কুমার প্রামানিক।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক রায়হান কবির রাজু, আব্দুল হাই রনি সিদ্দিকী, উপজেলা আদিবাসী পরিষদের সমন্বয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নিহার রঞ্জন, আজহারুল ইসলাম ও আইনুর রহমান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা মহিলা লীগের সভাপতি নাদিরা বেগম, উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক শাহ্নাজ পারভীন, বর্তমান উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা খাতুন ও রসুলপুর ইউপির সাবেক সদস্য স্বপনা।