মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ২৬, ২০২৪ by

উন্মোচিত হলো বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের ট্রফি

যা আগে কখনো হয়নি, তাই দেখলো মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। অভিনব প্রযুক্তির ছোঁয়ায় উন্মোচিত হলো সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি সিরিজের ট্রফি। ট্রফি উন্মোচনের এমন আয়োজন আগে কখনো বাংলাদেশে হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সার্বিক সহযোগিতায় বিজ্ঞাপনী সংস্থা মিডিয়াকম লিমিটেড অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে সেনোরা’র বক্স থেকে ট্রফি উন্মোচনের এই আয়োজনটি করে। জমকালো আয়োজন দেখে বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও আয়ারল্যান্ড নারী দলের অধিনায়ক গ্যাবি লুইসও বেশ খুশি হয়েছেন। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে তাদের অভিব্যক্তিই যেন তা বলে দিচ্ছিল। এই ট্রফিটা দখল করার লক্ষ্যে আজ বুধবার মাঠে নামবে দুই দল। উল্লেখ্য, প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ডের নারী দল। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। সিরিজের ম্যাচগুলি সরাসরি টি-স্পোর্টসে দেখা যাবে।

About The Author

শেয়ার করুন