উদ্যোক্তা হন প্রধানমন্ত্রী আপনাদের পাশে আছে : চেক বিতরণকালে নারীদের প্রতি জেসি এমপি

30

জাতীয় সংসদে মহিলা আসন ৩৮, চাঁপাইনবাবগঞ্জের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি নারী সমাবেশে বলেছেন, এখন যুগ পাল্টে গেছে। অনেক নারী এখন ঘরে বসে অনলাইনে ব্যবসা করে ভালো আয় করছেন। অনেকে ফ্রিল্যান্সার হয়েও আয় করে সংসার চালাচ্ছেন। আপনারা যারা আছেন তারা উদ্যোক্তা হন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে।
রবিবার জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় প্রশিক্ষণ গ্রহণকারী তরুণী ও উদ্যোক্তা নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, বঙ্গবন্ধু টানেল, মেট্রোরেলসহ বর্তমান সরকারের আমলের উন্নয়ন কর্মকা- তুলে ধরে জেসি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধা ভাতা, বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যাক্তা, মাতৃত্বকালীন ভাতাসহ আরো অনেক ভাতা চালু করেছেন। দেশকে এগিয়ে নিতে দরিদ্র পরিবারের শিশুরা যেন শিক্ষা বঞ্চিত না হয়, সেজন্য শিক্ষা উপবৃত্তি দিচ্ছেন, দরিদ্র মানুষকে বিনা টাকায় ঘর করে দিচ্ছেন। সর্বক্ষেত্রে দেশকে ডিজিটাল করেছেন। এখন তিনি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন। এজন্য তিনি চারটি মূল স্তম্ভ ঘোষণা করেছেন। তাহলো, স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট। তিনি বলেন, এখন পুরাতন ধ্যান-ধারণায় থাকলে চলবে না। এখন সবাইকে স্মার্ট হতে হবে। আপনাদের পিছিয়ে থাকলে চলবে না। প্রধানমন্ত্রী নারীদের জন্য অনেক কিছু করছেন।
ফেরদৌসী ইসলাম জেসি বলেন, নেত্রী দেশের জন্য দেশের মানুষের জন্য এত কিছু করছেন তাকে আরেকবার ক্ষমতায় আনতে হবে। তা না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে, দেশ পিছিয়ে যাবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে আওয়ামী লীগের হয়ে কাজ করতে হবে, নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
সকালে ‘শেখ হাসিনার বারতা-নারী পুরুষ সমতা’, ‘আমি কম্পিউটার শিখব-স্মার্ট বাংলাদেশ গড়ব’Ñ এমন স্লোগানকে সামনে রেখে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নাধীন উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় কম্পিউটার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কোর্সের প্রশিক্ষণ শেষে ১২০ জন তরুণীর মধ্যে সনদপত্র, পুরস্কার ও প্রশিক্ষণ ভাতা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ডিআর কম্পিউটার সেন্টারের পরিচালক হাবিবুর রহমান।
আলোচনা শেষে ১২০ জনকে সনদপত্র ও প্রশিক্ষণ ভাতা হিসেবে ১২ হাজার টাকা করে দেয়া হয়। জেলাশহরের লাখেরাজপাড়ায় কালেক্টরেট শিশুপার্ক সংলগ্ন মহিলাবিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের শহীদ মনিমুল হক সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ৬ নারী উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ টাকার অনুদানের চেক প্রদান করেন ফেরদৌসী ইসলাম জেসি। তার সুপারিশে সরকারের আইসিটি মন্ত্রণালয়ের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিইএ) প্রকল্পের আওতায় এই অনুদান পাওয়া যায়।
চেক প্রদান অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ড. সাইফুল ইসলাম, জেলা পরিষদ সদস্য (সদর) তাসলিমা বেগম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ নাজনীন ফাতেমা জিনিয়া, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, নারী উদ্যোক্তা আকসানা খাতুন ও শামসুন নাহার পলি।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজিবুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সামশুদ্দিন হাজি বাবলুসহ অন্যরা উপস্থিত ছিলেন।