রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রজব, ১৪৪৬ হিজরি

Last Updated on জুন ৩, ২০২৪ by

প্রয়াসের কার্যক্রম দেখলেন পিকেএসএ’র প্রতিনিধি দল

চাঁপাইনবাবগঞ্জে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির রেইজ প্রকল্পের শিক্ষানবিশি কার্যক্রমসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস ও ও উপ-ব্যবস্থাপক (নিরীক্ষা) আশরাফুল মা’আজ বাবর। সোমবার এ শিক্ষানবিশি কার্যক্রম পরিদর্শন করেন তারা।
বিশ্বব্যাংক ও পিকেএসএফের অর্থায়নে ও কারিগরি সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করছে প্রয়াস।
এ সময় রেইজ প্রকল্প থেকে কাজ শিখে মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানে একজন উদ্যোক্তা ও অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন ট্রেডের এমসিপি ও শিক্ষানবিশদের সঙ্গে কথা বলেন এবং তাদের কার্যক্রম দেখেন তারা।
পরিদর্শনকালে তাদের সঙ্গে ছিলেনÑ প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, রেইজ প্রকল্পের সমন্বয়কারী আলম বিশ্বাস, এলএসইডি মারুফ হোসেন, প্রয়াসের প্রোগ্রাম ম্যানেজার জহুরুল ইসলাম ও ইউনিট ব্যবস্থাপক সোহেল রানা।
এছাড়াও তারা উদ্যোক্তা জসিম উদ্দিনের সদর উপজেলার বালুগ্রাম মোড়ে কোল্ড ওয়েল প্রেস মেশিন পরিদর্শনসহ গোবরাতলার আমারকে প্রয়াস ভেড়ার খামারে গাড়ল, অস্ট্রেলিয়ান হোয়াইট সিপ, ব্ল্যাক হেড ডরপার, হাঁস, খাসিয়া করণ মোরগ, মাসকোবি হাঁস (চিনা হাঁস), দেশী মুরগিসহ আমবাগানে গৌড়মতি, কাটিমন, কিং অব চাকাপাত, মিয়াজাকি, কিউজাই, রেডপালমার, বারি-৪, বারি-১১সহ ড্রাগন ফলের বাগানও পরিদর্শন করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াসের যুগ্ম পরিচালক (হিসাব) মো. নাসের উদ্দিন সজল, কনিষ্ঠ সহকারী পরিচালক মু. তাকিউর রহমান, আব্দুস সালাম ও তানভির আহমেদ রিয়াদ, কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, আরএমটিপি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মো. রিফাত আমিন, রেডিও মহানন্দার টেকনিক্যাল অফিসার রেজাউল করিম ও প্রয়াস ভেড়া খামারের ম্যানেজার আব্দুল্লাহ আল ইমাম।
পরে প্রয়াসের গোবরাতলা ইউনিট-১ এ প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
পিকেএসএফ’র মহাব্যবস্থাপক (নিরীক্ষা) বিভূতি ভূষণ বিশ্বাস ও উপ-ব্যবস্থাপক (নিরীক্ষা) আশরাফুল মা’আজ বাবর রেডিও মহানন্দার বিশেষ আলোচনা অনুষ্ঠানে যুক্ত হয়ে সম্ভাবনাময় চাঁপাইনবাবগঞ্জ ও বিশ্ব অর্থনৈতিক মন্দা থেকে কাটিয়ে ওঠার বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন রেডিও মহানন্দার প্রযোজক (অনুষ্ঠান ও খবর) মোমেনা ফেরদৌস।

About The Author

শেয়ার করুন