Last Updated on জানুয়ারি ৪, ২০২৫ by
উদীচীর ১০ম জেলা সম্মেলন : সাইদুল সভাপতি, মওলা সম্পাদক নির্বাচিত
ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী, চাঁপাইনবাবগঞ্জ জেলা সংসদের দশম সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে বর্তমান সভাপতি অ্যাডভোকেট এবিএম সাইদুল ইসলাম পূণরায় সভাপতি ও গোলাম মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়া ২০২৫-২৬ ইং দ্বি-বার্ষিক মেয়াদে ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শহরের শিল্পকলা মার্কেটে অবস্থিত উদীচী জেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান পথগুলো ঘুরে শহীদ সাটু হল মার্কেটের তৃতীয় তলায় অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের সংগীতের সাথে সাথে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপর অনুষ্ঠান উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ পরিবার পরিকল্পনা বিভাগের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক ডা. আব্দুস সালাম। শুরু হয় আলোচনা সভা।
উদীচী জেলা সংসদ সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ সোহাগ। বক্তব্য দেন জেলা সংসদ সাধারণ সম্পাদক ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমীরুল মোমেনীন জীবন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক মিথুন, গোলাম মওলা, সেলিনা বানু, সাদিকুল ইসলামসহ অন্যরা।
বক্তরা দেশের সমসাময়িক সাংস্কৃতিক অবস্থা তুলে ধরেন। তাঁরা বলেন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে উদীচী দৃঢ়ভাবে তার অবস্থান ধরে রাখবে।, বাঙালি সংস্কৃতি চর্চা করে যাবে। পূর্বেও বহুবার উদীচীকে দমিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। উদীচীর উপর সহিংস হামলা করেছে প্রতিক্রিয়াশীলরা। কিন্তু উদীচীকে থামানো সম্ভব হয় নি। ভবিষ্যতেও তারা সফল হবে না। বিকালে দ্বিতীয় পর্বে কাউন্সিল অধিবেশনে নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।