চাঁপাইনবাবগঞ্জে পুলিশের উদ্যোগে উগ্রবাদ প্রতিরোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, র্যাব কর্মকর্তা ও সদস্য, জেলা কারাগারের কর্মকর্তা ও কারারক্ষী, আনসার কর্মকর্তা ও সদস্য, দফাদার এবং চৌকিদারগণ সেমিনারে অংশগ্রহণ করেন। মঙ্গলবার দুই দফায় এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এই সেমিনারের আয়োজন করা হয়।
সকালে শহরের নবাবগঞ্জ ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান।
বিকেলে পুলিশ ও র্যাব, জেলা কারাগার এবং আনসার বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব। সেমিনার সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মাহবুব আলম খান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ডিভিশনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তোহিদুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস.এ.এম. ফজল-ই-খুদা উপস্থিত ছিলেন।