ঈদ উপহার পেল মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যরা

39

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সদস্যদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ উপহারের মধ্য ছিল- বাংলাদেশ স্কাউটস সদর দপ্তর থেকে পাঠানো ব্যাগ ও গেঞ্জি, সেই সাথে স্থানীয়ভাবে দেয়া হয় ঈদ সামগ্রী ও নগদ অর্থ।
সেই সাথে কয়েক বছরের ধারাবাহিকতায় এবারো সদস্যদের মধ্য থেকে দুজনের পরিবারকে একটি করে সেলাইমেশিন প্রদান করা হয়।
গত বুধবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটস কার্যালয় চত্বরে এসব বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহানন্দা টিটিএল গ্রুপের সদস্য তৌফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আশরাফুল আম্বিয়া সাগর, মেসবাহুল জাকের, শিক্ষক আব্দুল ওয়াদুদ, জেলা স্কাউট লিডার খসরু পারভেজ, জেলা কাব লিডার মাহফুজুর রহমান, উপজেলা সম্পাদক গোলাম সারওয়ার, গার্ল ইন স্কাউট লিডার রিনা আখতার জাহানসহ অন্যরা।
পরে ইফতারে অংশ নেন সবাই।
চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক গোলাম রশিদ জানান, মহানন্দা মুক্ত টিটিএল স্কাউট গ্রুপের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক তাজকির-উজ-জামানের উদ্যোগেই ঈদ উপহার ও সেলাইমেশিন প্রদান কার্যক্রম শুরু করি আমরা। এ কার্যক্রমে আমাদের শুভাকাক্সক্ষীরাও সহযোগিতা করেন। সবার অংশগ্রহণেই গত কয়েক বছর থেকেই ধারাবাহিকভাবেই আমরা এ কার্যক্রম করে আসছি।