Last Updated on মার্চ ২৩, ২০২৫ by
ঈদে শুরু হয়েছে ঘরে ফেরা…
এবারের ঈদুল ফিতরে লম্বা ছুটি পাচ্ছেন অনেকেই। তবে সেই ছুটি শুরু হওয়ার আগেই নাড়ির টানে দেশের বিভিন্ন স্থান থেকে চাঁপাইনবাবগঞ্জে ঈদ করতে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। এদের মধ্যে শ্রমজীবী মানুষের সংখ্যায় বেশি। তাই ব্যস্ত হয়ে পড়েছে জেলাশহরের বিশ্বরোড মোড় এলাকা। শনিবার রাতে ঢাকা চট্টগ্রাম, সিলেটসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যাত্রীবাহী কোচগুলো যানজটের কবলে পড়ে রবিবার বেলা সাড়ে ১১টার দিকে একসঙ্গে ঢুকে পড়ায় বিশ^রোড মোড়ে যানজটের সৃষ্টি হয়। ট্রাফিক পুলিশের তৎপরতায় দ্রুতই যানজট মুক্ত করা হয়। ছবিটি বিশ্বরোড মোড় এলাকা থেকে তোলা