Last Updated on সেপ্টেম্বর ১৮, ২০২৪ by
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইফার আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন (ইফা), চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা হতে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এইসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১৫০ জন প্রতিযোগী ক্বিরাত, আজান, হামদ ও না’তে রাসুল (সা.), কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতা শেষে বেলা ১২টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ নবাবগঞ্জ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. রজব আলী। প্রধান আলোচক ছিলেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর আদর্শ আমাদের জীবনে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে পারলে সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না।’ তিনি সবাইকে মহানবীর দেখানো পথ অনুসরণ করার আহ্বান জানান।
আলেচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।