ঈদ উল আযহা উপলক্ষে ৬ দিন আমদানি ও রপ্তানি বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে মঙ্গলবার (১২ জুলাই) থেকে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। রহনপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে। আমদানিকৃত পাথরবোঝাই মালবাহী ট্রেনটি ভারতের শেষ স্টেশন সিঙ্গাবাদ হয়ে সকাল এগারটায় রহনপুর স্টেশন এসে পৌঁছে। এরআগে ঈদুল আযহা উপলক্ষ্যে দুই দেশের রেল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে ভারতের সাথে গত ৬ জুলাই থেকে ১১ জুলাই পর্যন্ত ছয় দিন পণ্য আমদানি বন্ধ রাখা হয়। রহনপুর রেলবন্দরের সিএন্ডএফ এজেন্টরা জানান, মঙ্গলবার সকালে পাথর বোঝাই একটি ট্রেন ভারতের সিঙ্গাবাদ হয়ে রহনপুর স্টেশনে এসে পৌঁছায়। পরে মাল খালাসের জন্য গন্তব্য স্টেশনগুলোতে চলে যাবে। রহনপুর রেলওয়ে স্টেশনের মাস্টার-২ মামুনুর রশিদ জানান, ঈদের ছয়দিন ছুটি থাকার পর পুনরায় মঙ্গলবার থেকে এ রুটের কার্যক্রম চালুর বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।