Last Updated on জুন ৬, ২০২৫ by
ঈদুল আজহা শনিবার : চাঁপাইনবাবগঞ্জে সাড়ে পাঁচশ ঈদগাহে অনুষ্ঠত হবে নামাজ
সাত জুন শনিবার দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। ঈদুল আজহার আগে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস ছিল গতকাল বুধবার।
গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টানা ১০ দিনের ছুটি।
শনিবার ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে সারাদেশের মতো চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ। সকালে ধর্মপ্রাণ মুসলমানরা ঈদগাহ বা মসজিদে দুই রাকাত ঈদের নামাজ আদায় করবেন এবং পরে গরু, ছাগল, মহিষ, ভেড়া কোরবানি দিবেন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হবে গোটা চাঁপাইনবাবগঞ্জ জেলা।
এরই মধ্যে জেলার বাইরে থাকা বিপুলসংখ্যক মানুষ পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ট্রেন-বাস, নিজস্ব গাড়ি, কেউ কেউ ট্রাকে বাড়ি ফিরেছেন।
এদিকে ঈদকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইসলামিক ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ৫৪৮টি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। তার মধ্যে সদর উপজেলায় ১৮৩টি, শিবগঞ্জ উপজেলায় ১৫৯টি, নাচোল উপজেলায় ৬১টি, গোমস্তাপুর উপজেলায় ১১৬টি এবং ভোলাহাট উপজেলায় ২৯টি ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রতিটি ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। বৃষ্টির কারণে ঈদগাহে নামাজ আদায় করা না গেলে সুবিধামতো মসজিদগুলোয় ঈদের নামাজ আদায় করা হবে।
অন্যদিকে কোরবানির পশুর বর্জ্য যেখানে-সেখানে না ফেলে দ্রুত অপসারণ করে পরিবেশ দূষণ না হয় এমন জায়গায় মাটিতে পুঁতে ফেলার জন্য জেলা প্রশাসন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোর পক্ষ থেকে বলা হয়েছে। ড্রেনের মধ্যে রক্ত বা বর্জ্য না ফেলার জন্যও পৌরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে ঈদুল আজহা উপলক্ষে টানা দশ দিনের ছুটি শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে। এর আগে ঈদুল আজহা উপলক্ষে আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশের ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
প্রথমবারের মতো টানা ১০ দিনের ছুটি দিতে এরই মধ্যে গত ১৭ ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রেখেছিল সরকার।