শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৫, ২০২৫ by

ঈদুল আজহার ছুটি : ৪৭৯ জন মা ও শিশুকে সেবা দিয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ

চাঁপাইনবাবগঞ্জে পরিবার পরিকল্পনা বিভাগ ঈদুল আজহার দীর্ঘ ছুটির মধ্যেও কার্যক্রম চালু রেখে সেবা কার্যক্রম চালিয়ে গেছে।
জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট ডা. আবু সাঈদ মুহাম্মদ মাসুদ জানান, গত ৫ জুন হতে ১৪ জুন দুপুর ২টা পর্যন্ত প্রতিদিন ২৪ ঘণ্টা সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র চালু রাখা হয়েছিল। এসময় সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ১৮৭ জনকে প্রসবপূর্ব সেবা, ৪৯ জনকে প্রসব সেবা, ৮৪ জনকে প্রসবোত্তর সেবা, ৮০ জনকে নবজাতক সেবা দেয়া হয়েছে। মোট সেবা দেয়া হয়েছে ৪৭৯ জনকে।
এছাড়া চাঁপাইনবাবগঞ্জ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সেবাগ্রহীতাদের মধ্য থেকে ১১ জনকে প্রসবপূর্ব সেবা, ৭ জনকে প্রসব সেবা, ১০ জনকে প্রসবোত্তর সেবা এবং নবজাতক সেবা দেয়া হয়েছে ৭ জনকে। এই ১০ দিন ছুটিকালীন জেলায় মোট ৪৪ জনকে মা ও শিশু স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে।
যোগাযোগ করা হলে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক শুকলাল বৈদ্য এই তথ্য নিশ্চিত করে বলেন— প্রসূতি মা ও নবজাতকের কথা বিবেচনায় রেখে ঈদুল আজহার ছুটির মধ্যেও জেলার সেবা কেন্দ্র এবং মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো চালু রাখা হয়েছিল; যাতে সেবাগ্রহীতারা এই সেবা থেকে বঞ্চিত না হয়।

About The Author

শেয়ার করুন