ইয়েমেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। যুদ্ধ বন্ধের পথে সৌদি মদদপুষ্ট ইয়েমেনের পলাতক সরকার ক্রমাগত বাধার সৃষ্টি করায় তা দীর্ঘস্থায়ী হতে পারে বলে এ হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।
জাতিসংঘে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভিতালি চুরকিন ইয়েমেন সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের বৈঠকে এ হুঁশিয়ার জানিয়েছেন। তিনি বলেন, ইয়েমেনের পলাতক সরকার একটি আপসরফার আগে যুদ্ধ বিরতি চায় না বলে রাশিয়া জানতে পেরেছে। একে তিনি খুব দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে বলেন, এতে আরো নাটকীয় ফলাফল দেখা দিতে পারে।
গত বছরের ২৬ মার্চ থেকে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে আসছে। হামলার মাধ্যমে সৌদি সরকার ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহাল ও জনপ্রিয় আনসারুল্লাহ যোদ্ধাদেরকে নির্মূল করতে চায়। তবে এ পর্যন্ত সৌদি সরকার কোনো লক্ষ্যই অর্জন করতে পারে নি বরং ইয়েমেনে নিহত হয়েছে অন্তত ৮,৫০০ মানুষ।