ইয়েমেনের পূর্বাঞ্চলে রাতে চালানো দুটি ড্রোন হামলায় ১২ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।গতকাল বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সূত্রগুলো এ খবর জানিয়েছে।শাবওয়া প্রদেশের রাওদা শহরে যুক্তরা্েরর ড্রোন থেকে একটি হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রত্যন্ত মরুভূমিময় এই এলাকাটিতে আল কায়েদা জঙ্গিরা কার্যক্রম পরিচালনা করছে বলে মনে করা হয়। চলতি বছর এই প্রদেশটিতে আরো কয়েকবার ড্রোন হামলা চালানো হয়েছিল। আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলা (একিউএপি) দেশটির হুতি বিদ্রোহীদের সঙ্গে প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদি অনুগতদের লড়াইয়ের সুযোগ নিয়ে প্রত্যন্ত এলাকাগুলোতে খোলাখুলি নিজেদের কার্যক্রম পরিচালনা করার চো করছে।সোমবার শাবওয়া প্রদেশের আজান শহরটির উপর ফের নিজেদের নিয়ন্ত্রণ ঘোষণা করে আল কায়েদা জঙ্গিরা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, নিরাপত্তা ব্যবস্থার শূন্যতার সুযোগ নিয়ে জঙ্গিরা এসব তৎপরতা চালাচ্ছে।এর আগে একই দিন চালানো অপর এক ড্রোন হামলায় একিউএপি নেতা জালাল বালেদি পাঁচ সঙ্গীসহ নিহত হয়েছেন বলে জানিয়েছে আবিয়ান প্রদেশের স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ইয়েমেনের জাঞ্জিবার থেকে শাকরা টাউনে মধ্যবর্তী সড়কে হামলাটি চালানো হয় বলে জানা গেছে।