ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এডেনে এক আত্মঘাতী বোমা হামলায় হামলাকারীসহ অন্ততপক্ষে পাঁচজন নিহত হয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার শহরটির ফুটবল স্টেডিয়ামের কাছে ওই আত্মঘাতী তার বিস্ফোরক ভর্তি বেল্টের বিস্ফোরণ ঘটায়। এতে চারজন নিহত হওয়ার পাশাপাশি আরো আটজন আহত হন। ওই সময় সামরিক বাহিনীতে লোক নেয়ার জন্য স্টেডিয়ামটিতে নাম রেজিস্ট্রেশন করা হচ্ছিল। হামলাকারী নাম রেজিস্টেশনের জন্য আসা তরুণদের লাইন লক্ষ্য করে বিস্ফোরণটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।