শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ২২, ২০২৫ by

ইসিতে নিবন্ধনের আবেদন এনসিপি’র, প্রতীক চেয়েছে শাপলা

নির্বাচন কমিশন (ইসি)তে নিবন্ধনের আবেদন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর প্রতীক হিসেবে শাপলা বরাদ্দ চেয়েছে দলটি।
রবিবার বিকেলে এনসিপির একটি প্রতিনিধি দল কমিশনে এ আবেদন জমা দেন।
ইসিতে আবেদন দাখিল করার পর দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাংবাদিকদের বলেন, ‘আজকে গণতন্ত্র পুনরুদ্ধারের একটি দিন। ছাত্রদের নেতৃত্বে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছিল। আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেভ্যুলেশনের। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐকমত্য কমিশনের (সুপারিশকৃত) চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপি’র ঘরে থাকবে, ইনশাআল্লাহ। এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে। যার মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের সংস্কার গণপরিষদের যেসব কার্যাবলি রয়েছে, সে সকল কার্যাবলি জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট বিপ্লবের মাধ্যমে সম্পন্ন করবে।
তিনি বলেন, অনেক জায়গায় আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে। অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি, সেখানে ছল-চাতুরির আশ্রয় নেয়া হয়েছে। বিভিন্ন দল বিভিন্নভাবে তাদের দলীয় এজেন্টদেরকে আমাদের দলে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবার পদত্যাগ করিয়েছে। এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার।
পাটোয়ারী বলেন, ‘যেভাবে ৫ আগস্ট গণঅভ্যুত্থানে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল, তেমনি আগামী পার্লামেন্ট নির্বাচনে এনসিপি’র শাপলা প্রতীকে দেশের মানুষ ভোটের বিপ্লব ঘটাবে। এনসিপি’র নেতৃত্বে নতুন সরকার গঠন হবে।’
তিনি আরো বলেন, আমাদের দ্বিতীয় প্রতীক কলম ও তৃতীয় প্রতীক হিসেবে রেখেছি মোবাইল। তবে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন রাখব যে, আমাদের যাতে শাপলা প্রতীক দেওয়া হয়। শাপলা মার্কার মাধ্যমে জনগণ তাদের সরকার গঠন করবে।
নাসির উদ্দিন পাটোয়ারী আরো বলেন, আমরা সরকার গঠন করেই জরাজীর্ণ ফ্যাসিবাদী বন্দোবস্ত বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী বাংলাদেশ গঠন করব।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইলেকশন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত ১৫ বছরে ধ্বংস করা হয়েছে। এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই, শক্তিশালী করতে চাই। জনগণের ভোটাধিকার প্রয়োগ করে আমরা বুঝিয়ে দিতে চাই।
দলটির সদস্য সচিব আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র পক্ষ থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনের দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে, আমাদের দল নিবন্ধনের আবেদন এইমাত্র দাখিল করেছি। তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা আমাদের আবেদন রিসিভ করেছেন। আমাদের তারা রিসিভ কপি দিয়েছেন।
এ সময় দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলটির অন্য নেতারা উপস্থিত ছিলেন।

About The Author

শেয়ার করুন