ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

22

এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও নৈতিক চরিত্র গঠনে উদ্বুদ্ধকরণের লক্ষে তাদেরকে এই সংবর্ধনা দেয়া হয়। এ উপলক্ষে জেলা শহরের অক্ট্রয় মোড়ে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ বক্তা হিসেবে বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মোহা. এমরান হোসেন এবং প্রাতিষ্ঠানিক শিক্ষাগ্রহণ ও ক্যারিয়ার গঠন সম্পর্কিত বিষয়ে বক্তব্য দেন, জেলা শিক্ষা অফিসার মোহা. আব্দুর রশিদ।
সভাপতির বক্তব্যে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রম তুলে ধরেন উপপরিচালক কৃষিবিদ মাহমুদার রহমান।
বক্তারা আজকের শিক্ষার্থীদের ভবিষ্যতের কান্ডারি উল্লেখ করে বলেন-তোমাদের মাধ্যমেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজেই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি তোমরা মানবিকগুণাবলি অর্জন করবে। ভবিষ্যতে তোমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামের প্রচার ও প্রসারে ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন উল্লেখ করে বক্তারা বলেন- তোমাদের ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে, একজন আদর্শবান দেশপ্রেমিক নাগরিক হিসেবে তোমরা গড়ে উঠবে।
আলোচনা শেষে সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৩৫ জন ছাত্রছাত্রীকে ক্রেস্ট, বই দিয়ে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার এ.বি.এম.জি. কিবরিয়া।
সব শেষে মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের পেশ ইমাম মাওলানা মো. মুখতার আলী।