ইসলামপুর ইউপির সাবেক চেয়ারম্যান টিপু আর নেই

54

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের প্রয়াত রাজনীতিবিদ নাসির উদ্দিন আহমেদ (নাসির চেয়ারম্যানের) মেজো ছেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান টিপু (৫৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
মরহুমের ভাই সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্র লীগের সাবেক সভাপতি জিয়াউর রহমান তোতা জানান, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনের পর থেকেই মানসিকভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন আখতারুজ্জামান টিপু। আজ (গতকাল) সোমবার বিকাল তিনটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ২৫০ শর্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী ও ১ মাত্র কন্যা সন্তানসহ অসংখ্যগুণগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলবার সকাল ৯টায় ইসলামপুর চেয়ারম্যানপাড়ায় পারিবারিক গোরস্থানে আখতারুজ্জামান টিপুকে দাফন করা হবে।
তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
এদিকে আখতারুজ্জামানের মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ।