শুক্রবার, ১১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৭ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on জুন ১৬, ২০২৫ by

ইসলামপুরে দুই পক্ষের মারামারি দুজন আহত

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের পোড়াগ্রাম এলাকায় দুই পক্ষের মারামারিতে দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য জিয়াউর রহমানের অনুসারী তার ভাতিজা শহীদুলসহ ৫ থেকে ৬ জন এবং প্রতিপক্ষ একই এলাকার আজিজুর রহমানের ছেলে জসীমসহ ৬ থেকে ৭ জন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে শহীদুল ও জসীম আহত হন। তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেয়া হয়। পরে আহত শহীদুলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সদর থানার অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ঘটনা শুনেছি। তবে আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেনি।

About The Author

শেয়ার করুন