ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন, তবে তিনি ভালো আছেন এবং বাড়িতে স্বেচ্ছা আইসোলেশনে আছেন। বাড়ি থেকেই তিনি দাপ্তরিক কাজ চালিয়ে যাবেন বলে গতকাল সোমবার জানিয়েছে তার কার্যালয়, খবর বার্তা সংস্থা রয়টার্সের। বেনেট করোনাভাইরাসের দুটি টিকা ও বুস্টার ডোজ নিয়েছেন। তার কোভিড আক্রান্ত হওয়ার খবর আসার কয়েক ঘণ্টা আগে ইসরায়েলের হাদেরা শহরে গুলিবর্ষণের এক স্থান পরিদর্শনে গিয়েছিলেন তিনি। সেখানে গত রোববার রাতে দুই আরব বন্দুকধারীর গুলিতে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়, পরে পুলিশের গুলিতে ওই দুই আরবও নিহত হয়। বেনেট গত রোববার জেরুজালেমে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। শুক্রবার ৫০ এ পাঁ দেওয়া ইসরায়েলের প্রধানমন্ত্রী করোনাভাইরাস মোকাবেলায় টিকা নেওয়া ও মাস্ক পরার পক্ষে অন্ত্যন্ত সরব ভূমিকা রেখে চলেছেন। কিন্তু মহামারীর সঙ্গে লড়াইরত ইসরায়েলে লকডাউন দেওয়া এড়িয়েছেন তিনি।