চাঁপাইনবাবগঞ্জে ২২ দিনব্যাপী ইলিশ সংরক্ষণ অভিযানের প্রথম দিনে সদর উপজেলার পদ্মা-মহানন্দায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ ও এক জেলেকে জরিমানা করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার দপ্তরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, সদর উপজেলার চরঅনুপনগর ইউনিয়নে পদ্মা-মহানন্দার সংযোগস্থল থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌর নামোনিমগাছি এলাকায় মহানন্দা নদী পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় ১ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার দৈর্ঘ্যর ২০টি কারেন্ট জাল জব্দ হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে মাছ ধরার দায়ে এক জেলেকে ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তিনি জানান, অভিযান শেষে দুপুরে চরঅনুপনগরে নদীর ধারে জব্দ কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে অংশ নেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুহুল আমিন, জেলা মৎস্য কর্মকর্তা ড. আমিমুল এহসানসহ অন্যরা।