দৈনিক গৌড় বাংলা

মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ইরানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৩৫ পাকিস্তানি নিহত

ইরানের ইয়াজদে পাকিস্তানি হজযাত্রীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার ইরানি সংবাদমাধ্যমের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ। উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা কামার আব্বাসন কভি দাবি করেছেন, ৩০ জন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেয়ার পর আরও পাঁচজন মারা যান। রেডিও পাকিস্তানের বরাতে দ্য ডন জানিয়েছে, এই দুর্ঘটনায় কমপক্ষে ৩৫ জন পাকিস্তানি হজযাত্রী মারা গেছেন এবং ১৮ জন আহত হয়েছেন। ব্রেক ফেইলের কারণে বাসটি উল্টেযায়। পরে এতে আগুন ধরে যায়। বাসে মোট ৫৩ জন যাত্রী ছিলেন। তাদের বেশির ভাগই লারকানা, ঘোটকি এবং সিন্ধুর অন্যান্য শহরের বাসিন্দা। আহতদের ইয়াজদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদিকে ইরানের মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২৮ জন। আহতদের চিকিৎসার জন্য শহরের বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। ইরানি গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, জরাজীর্ণ বাসটি তাফতান-দেহশির চেক পয়েন্টের কাছে উল্টে যায়। পরে সেটিতে আগুন ধরে যায়। বাসে ৫৩ জন যাত্রীছিলেন। মঙ্গলবার রাতে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

About The Author