দৈনিক গৌড় বাংলা

‘ইমার্জেন্সি’র ট্রেলারে কঙ্গনার বাজিমাত

সংসদ সদস্য হওয়ার পর প্রথম চলচ্চিত্র মুক্তি পেতে চলেছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের। দীর্ঘদিন ধরেই আলোচনায় রয়েছে সিনেমাটি। আর ট্রেলার মুক্তির পর দর্শকরা পছন্দও করেছে এটি। সিনেমাটিতে দেশের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। শুধু লিড অভিনেত্রী নন, কঙ্গনা এই সিনেমার পরিচালক তথা প্রযোজক। ইন্দিরার লুকে আগেই চমকে দিয়েছিলেন কঙ্গনা, সিনেমার ট্রেলারেও কঙ্গনার ওপর থেকে চোখ সরানো দায়। ১৯৭৫ সালের জুন মাসে দেশে জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। একটানা ২১ মাস দেশে জরুরি অবস্থা জারি ছিল। বলা হয়, গদি বাঁচাতে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেন নেহেরুকন্যা। সেই বিতর্কিত অধ্যায়ই এবার রুপালি পর্দায় তুলে আনলেন কঙ্গনা। আর সিনেমাটির ট্রেলারে যার ঝলক দেখা গেছে। ট্রেলারে উঠে এসেছে, রাজনীতিতে পা রাখার পর বাবা তথা প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে ইন্দিরার সম্পর্ক, কেমনভাবে ‘বোবা পুতুল’-এর তকমা ছেড়ে ধীরে ধীরে রাজনীতির রাশ নিজের হাতে তুলে নেন ইন্দিরা। সেই সময়ের রাজনৈতিক অস্থিরতার টুকরা টুকরা ঝলকও উঠে এসেছে ট্রেলারে। এর আগে সিনেমাটির মুক্তির তারিখ পেছানো হয়েছিল কঙ্গনার নির্বাচনী প্রচারণার কারণে। হিমাচল প্রদেশের মান্ডিতে লোকসভা নির্বাচনে জয়ের পর অভিনেত্রী একটি পোস্টারসহ তার আসন্ন চলচ্চিত্রের মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন। চলতি বছর ৬ সেপ্টেম্বর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ইমার্জেন্সি।

About The Author