মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১০, ২০২৪ by

ইমনকে নিয়ে পাবনায় পূজা চেরি

সৌন্দর্য, স্টাইল আর অভিনয় দিয়ে অল্প বয়সেই দর্শকের মন জয় করেছেন পূজা চেরি। বয়স কম হলেও অভিনয় নিয়েই কাটে তার ব্যস্ততা। প্রতিনিয়ত চেহারায় ভিন্নতা নিয়ে দর্শক-ভক্তদের সামনে হাজির হন তরুণ প্রজন্মের এই অভিনেত্রী। সেটা কখনও চরিত্রের প্রয়োজনে, আবার কখনও নিজের ভালোলাগায়। জনপ্রিয় এই অভিনেত্রী লুক পরিবর্তনের মেকআপ নিয়ে বেশ খুঁতখুঁতে স্বভাবে সেটা আগেও বহুবার বলেছেন। গত শনিবার নায়ক ইমনের সঙ্গে কসমেটিকস রিটেইল চেইন শপ দহারল্যান স্টোরদ এর নতুন আউটলেটের উদ্বোধনীতে পাবনায় গিয়ে দিলেন নতুন বার্তাএই অভিনেত্রী বললেন, ‘এর আগেও বলেছি আমি নিজের ক্যারিয়ার ও নিজের মেকআপের বিষয়ে বেশ খুঁতখুঁতে। সবকিছু পারফেক্ট না হলে আমি কখনও কোনো জায়গায় মুভ করি না। পারফেক্ট মনে করেছি বলেই আজ এখানে এসেছি।’ মেকআপের জন্য তার কাছে পারফেক্ট ব্র্যান্ড রিমার্ক-হারল্যান। প্রতিষ্ঠানটির কালার কসমেটিকসের ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তিনি। তাই এই প্রতিষ্ঠানের হয়েই বিভিন্ন জেলোয় ছুটছেন পূজা। আর মানুষকে সচেতন করছেন ভালো মানের কসমেটিকস ব্যবহারের বিষয়ে। পূজা চেরি বলেন, ‘দেশব্যাপী হারল্যান স্টোর বাংলাদেশের মানুষের কাছে ইতোমধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ভেজালমুক্ত কসমেটিকস পণ্য দেশের সব ধরনের মানুষের কাছে পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হারল্যান স্টোর। যার ফলশ্রুতিতে দেশব্যাপী হারল্যান স্টোরের সব আউটলেটে পাওয়া যাচ্ছে বিশ্বমানের অথেনটিক কালার কসমেটিকস, স্কিনকেয়ার, পার্সোনাল কেয়ার এবং হোমকেয়ার পণ্য। শিল্প সংস্কৃতির জন্য বিখ্যাত শহর পাবনায় হারল্যান স্টোরের এই আয়োজনে আসতে পেরে আমি আনন্দিত।’ নায়ক ইমন বলেন, ‘দেশের সব ধরনের মানুষের কাছে অথেনটিক কসমেটিকস পণ্য পৌঁছে দিতে হারল্যান স্টোর প্রতিজ্ঞাবদ্ধ। তাই ভোক্তাদের মাঝে হারল্যান স্টোর হয়ে উঠেছে স্বস্তি ও আস্থার প্রতীক।’ পূজা চেরি সর্বশেষ ‘ব্ল্যাকমানি’ ওয়েব সিরিজের শুটিংয়ে অংশ নেন। এই ছবির মাধ্যমে ‘দহন’ ছবির মুক্তির প্রায় পাঁচ বছর পর নির্মাতা রায়হান রাফীর সঙ্গে কাজ করলেন তিনি। অন্যদিকে ইমন অভিনীত সবশেষ মায়া’ ওয়েব ফিল্মটি মুক্তি পায়। এটিও নির্মাতা রায়হান রাফীরই নির্মাণ।

About The Author

শেয়ার করুন