ইন্দোনেশিয়ার একটি সামরিক হেলিকপ্টার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বিধ্বস্ত হয়ে সামরিক বাহিনীর ১০ সদস্যের মৃত্যু হয়েছে। গত রোববার দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশের পোসো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। হেলিকপ্টারটিতে সেনাবাহিনীর ১৩ জন সদস্য ছিলেন। এদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে, অপর দুজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন নিরাপত্তা সম্পর্কিত সহযোগিতা মন্ত্রণালয়ের কর্মকর্তা আগুস বার্নাস। ইন্দোনেশিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) প্রধান সহযোগী সান্তোসোকে ধরতে পোসো ও এর আশপাশের এলাকায় ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়ার নিরাপত্তা বাহিনীগুলো। সামরিক হেলিপ্টারটি ওই অভিযানে অংশ নিচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।