ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ১০

55

9.boat

ইন্দেকানেশিয়ার বোর্নিও দ্বীপ এলাকার একটি নদীতে স্পিডবোট ডুবিতে  মৃত্যু হয়েছে। এদের মধ্যে এক শিশু রয়েছে। এ ঘটনায় আরো ১০ জন নিখোঁজ রয়েছে। সোমবার এক উদ্ধার কর্মকর্তা একথা জানান।স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার দপ্তরের প্রধান স্লামেত রিয়াদি এএফপিকে বলেন, রোববার কাপুয়াস নদীতে নৌযানটি ডুবে যাওয়ার সময় এতে করে ৫৩ জন যাত্রীকে বহন করা হচ্ছিল। কাটা গাছের গুড়ি সাথে ধাক্কা খেয়ে নৌকাটি ডুবে যায়।সেখানে নৌকাডুবির ঘটনায় এক শিশু ও তিন নারী মৃত্যু হয়। রিয়াদি বলেন, ‘রোববারের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজ ১০ জনের সন্ধানে আমরা ওই নদীতে তল্লাশি অভিযান অব্যাহত রাখলেও এখন পর্যন্ত কাউকে পাওয়া যায়নি।’নিখোঁজদের মধ্যে তিন শিশু রয়েছে। এদের বয়স পাঁচ থেকে ছয় বছরের মধ্যে। রিয়াদি জানান, দুর্ঘটনা স্থলের কাছে ওই নদীতে অনুসন্ধান অভিযান চালাতে ১২ টি নৌযান মোতায়েন করা হয়েছে। তবে কাঠের গুড়ির কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে।