ইন্দোনেশিয়ায় কিডনি জটিলতায় শিশুমৃত্যু বেড়ে ১৩৩

3

ইন্দোনেশিয়ায় মারাত্মক কিডনি জটিলতায় মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। ইন্দোনেশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন জানিয়েছেন, চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত ইন্দোনেশিয়ার ২২টি প্রদেশে ১৩৩ শিশুর মৃত্যু হয়েছে। তিনি আরো জানান, দেশের ২২ প্রদেশে গুরুতর কিডনি জটিলতায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪১ জন। এর মধ্যে ১৩৩ শিশুর মৃত্যু হয়েছে বলে তিনি জানান। বেশির ভাগ শিশুর বয়স পাঁচ বছরের কম। এর আগের প্রতিবেদনে ৯৯টি শিশুর মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছিল। শুক্রবারের সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন জানান, গাম্বিয়া ও ইন্দোনেশিয়ায় শিশুদের কিডনি বিকল হয়ে মৃত্যুর কারণ একই। কাশির সিরাপে ক্ষতিকর রাসায়নিক পদার্থের উপস্থিতি পাওয়া গেছে। তবে ইন্দোনেশিয়ায় সিরাপগুলোতে যেসব উপাদান পাওয়া গেছে, সেগুলোর কোনোটিই বাইরে থেকে আমদানি করা হয়নি। স্থানীয় এবং দেশীয় বিভিন্ন কম্পানি এসব ওষুধ প্রস্তুত করেছে বলে জানা গেছে। সূত্র : আলজাজিরা।