ইন্দোনেশিয়ায় বন্যা, ৩৪ জনের প্রাণহানি
পশ্চিম ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ১৬ জন। রোববার পশ্চিম সুমাত্রার দুর্যোগ প্রশমন এজেন্সির মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
ইলহাম ওহাব জানিয়েছেন, এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ৩৪ জন মারা গেছেন। তাদের মধ্যে আগাম থেকে ১৬ ও তানাহ ডেটা থেকে ১৮ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া আরও ১৮ জন আহত হয়েছেন বলেও জানানো হয়েছে। এদিকে আফগানিস্তানে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩১৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন এক হাজার ৬০০ জন। তালেবান সরকারের শরণার্থী মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে আফগানিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয় ১৫৩ জনের মৃত্যুর কথা জানায়। তবে এই সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিল মন্ত্রণালয়টি। মূলত আফগানিস্তান একটি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ দেশ। জাতিসংঘ জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তার মধ্যে আফগানিস্তান অন্যতম। সূত্র: এএফপি