মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ মহর্‌রম, ১৪৪৭ হিজরি

Last Updated on এপ্রিল ১৫, ২০২৪ by

ইন্দোনেশিয়ায় ফের ভূমিধস, নিহত ১৫

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে একাধিক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। খবর আল জাজিরা। রোববার ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থার মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে জানিয়েছেন, সুলাওয়েসির তানা তোরাজা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটে। এতে দুইটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়। চারটি বাড়ি ধ্বংস হয়ে অন্তত ১৫ জন নিহত হয়। তিনি জানান, নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হচ্ছে। তবে কতোজন নিখোঁজ রয়েছে তার বিস্তারিত জানাননি তিনি।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, অন্তত দুইজন নিখোঁজ রয়েছেন। মুহারি জানিয়েছেন, খারাপ আবহাওয়ার কারণে জরুরি সাড়ার উদ্যোগে জটিলতা সৃষ্টি হচ্ছে। দুর্যোগ কবলিত এলাকার সড়কগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অ্যাম্বুলেন্সসহ অন্য গাড়িগুলোও সেখানে যেতে পারছে না, এতে আহতদের সরিয়ে আনার কাজ কঠিন হচ্ছে। গত মাসে ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বন্যা ও ভূমিধসে অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছিল। প্রবল বৃষ্টিতে কয়েকশ বাড়ি ধ্বংস হয়ে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়।

About The Author

শেয়ার করুন