বুধবার, ২৬ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫ রমজান, ১৪৪৬ হিজরি

Last Updated on আগস্ট ২৫, ২০২৪ by

ইন্দোনেশিয়াতে বন্যায় নিহত ১৩

ইন্দোনেশিয়ার উত্তর মালুকু অঞ্চলে বন্যায় ১৩ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। রোববার এই বন্যা আগের দিন থেকে চলা ভারী বৃষ্টিপাতের ফল বলেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বিএনপিবি বলেছে, বন্যায় তেরনাতে শহরে ১০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি বলেছে, ভুক্তভোগীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে একটি বিশেষ দল মোতায়েন করা হয়েছে। অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা বাসরনাস বলেছে, ভূমিধস এবং ধ্বংসাবশেষে ক্ষতিগ্রস্তদের সরিয়ে নেওয়ার প্রচেষ্টা চলমান রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত থাকতে পারে। বিএনপিবি স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলেছে। সংস্থাটির মুখপাত্র আবদুল মুহারি এক বিবৃতিতে বলেছেন, ‘সবাইকে আমরা সতর্ক থাকার অনুরোধ করছি। আপনারা দয়া করে কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলবেন।’ এর আগে মে মাসে, দেশটির পশ্চিম সুমাত্রা অঞ্চলে আকস্মিক বন্যা ও ভূমিধসে ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন।

 

About The Author

শেয়ার করুন