Last Updated on নভেম্বর ১৭, ২০২৪ by
ইনজুরিতে শুবমান গিল
একে তো মাঠের পারফরম্যান্স পক্ষে নেই, সেই সাথে দলে যেন শুরু হয়েছে চোটের মিছিল। সব দিক থেকেই যেন বিপদ এসেছে ভারতীয় দলের। পার্থ টেস্টের আগে এবার চোটে পড়েছেন ভারতীয় ব্যাটার শুবমান গিল। পার্থের ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলছে ভারত। সেখানে তিন দিনের ম্যাচের দ্বিতীয় দিনে ফিল্ডিংয়ের সময় স্লিপে দাঁড়ানো গিল চোট পেয়েছেন বাম হাতে। পরে মাঠ ছেড়ে চলে যান তিনি, আর ফেরেননি। এর আগে ম্যাচের প্রথম দিনে কনুইয়ে বলের আঘাতে চোট পেয়ে মাঠ ছেড়ে চলে যান লোকেশ রাহুল। দলের অধিনায়ক রোহিত শর্মা মাত্রই দ্বিতীয় সন্তানের বাবা হয়েছেন। যার ফলে এখনও অস্ট্রেলিয়াতে দলের সাথে যোগ দিতে পারেননি তিনি। পার্থে রোহিত খেলতে পারবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। যদি না পারেন সেক্ষেত্রে বিকল্প ওপেনার হিসেবে বিবেচনা করা হচ্ছিল লোকেশ রাহুল এবং শুবমান গিলের নাম। তবে দুজনই চোট পাওয়ার ফলে তারাও এখন নিশ্চিত নন। ফলে ওপেনিংয়ে যশস্বী জাইসওয়ালের সঙ্গী কে হবেন সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যাচ্ছে না। এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা অভিমন্যু ঈশ্বরনকেও চাইলে ওপেনিংয়ে খেলাতে পারে ভারত। তবে অস্ট্রেলিয়ার কন্ডিশনে এমন আনকোরা কাউকে খেলানোর ঝুঁকি ভারতীয় টিম ম্যানেজমেন্ট নিতে চাইবে কিনা তাও একটি প্রশ্ন। বর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে ভারত। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে টেস্টে ধবলধোলাই হওয়ায় এই সিরিজ মহাগুরুত্বপূর্ণ ভারতের জন্য। আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য কোয়ালিফাই করা না করা অনেকাংশেই নির্ভর করবে এই সিরিজের উপর। আগামী ২২ নভেম্বর পার্থে মাঠে গড়াবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।