শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩ কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ১১, ২০২৪ by

ইনজুরিতে ছিটকে গেলেন বাভুমা

বাংলাদেশ সফরে আসার আগে দক্ষিণ আফ্রিকা দলের জন্য বড় ধাক্কা। বাংলাদেশের প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টেম্বা বাভুমা। ডেওয়াল্ড ব্রেভিস এবং লুঙ্গি এনগিডিকে দলে ডাকা হয়েছে; প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন এইডেন মার্করাম। চোটের কারণে টেম্বা বাভুমা বাংলাদেশ সফরের প্রথম টেস্ট থেকে ছিটকে গেছেন। এর আগে একই ইস্যুতে বাদ পড়েন নাদ্রে বার্গার। এই দুইয়ের বিকল্প হিসেবে ডেওয়াল্ড ব্রেভিস এবং লুঙ্গি এনগিডিকে দলে যোগ করা হয়েছে। টেম্বা বাভুমা সিরিজের দ্বিতীয় টেস্টের আগে ফিট হবেন বলে আশা করা হচ্ছে। এইডেন মার্করাম ২১ অক্টোবর থেকে ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব দেবেন। বাভুমার ‘কভার হিসাবে’ ডাকা হয়েছে ব্রেভিসকে। টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা ব্রেভিস প্রোটিয়া জার্সিতে অবশ্য দুটি টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম টেস্টে স্কোয়াডের বাইরে থাকলেও আগামী মঙ্গলবার স্কোয়াডের সাথে ঢাকায় আসবেন বাভুমা এবং দ্বিতীয় টেস্টের জন্য প্রস্তুত প্রোটিয়া মেডিকেল টিমের তত্ত্বাবধানে ফিটনেস পুনরুদ্ধার চালিয়ে যাবেন। যা ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে। বাংলাদেশ সফরের জন্য দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড- টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, ম্যাথু ব্রিটজকে, ডেওয়াল্ড ব্রেভিস, টনি ডি জর্জি, কেশব মহারাজ, এইডেন মার্করাম (প্রথম টেস্টের অধিনায়ক), ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, লুঙ্গি এনগিডি, ডেন প্যাটারসন, ডেন পিডট, কাগিসো রাবাদা, ট্রিস্টান স্টাবস, রায়ান রিকেলটন (উইকেটরক্ষক), কাইল ভেরেইনে (উইকেটরক্ষক)।

About The Author

শেয়ার করুন