শুক্রবার, ২০ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মে ২৮, ২০২৫ by

ইনজুরিতে ছিটকে গেলেন ওয়াসিম

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পাকিস্তানের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। গত মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবির মতে, ২৩ বছর বয়সী ওয়াসিম সদ্য শেষ হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১০তম সংস্করণে খেলার সময় সাইড স্ট্রেইন চোটে পড়েন এবং সময়মতো সেরে উঠতে পারেননি। এর আগে সূত্র জানিয়েছিল, চিকিৎসকরা ওয়াসিমকে এক সপ্তাহের বিশ্রামের পরামর্শ দিয়েছেন এবং বর্তমানে তিনি লাহোরে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। ওয়াসিমের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে আব্বাস আফ্রিদিকে, যিনি পিএসএলের সর্বশেষ আসরে ১১ ম্যাচে ১৭ উইকেট নিয়ে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এবং বোলিং গড় ২৩.৫২। পিসিবি এক বিবৃতিতে জানায়, ফাস্ট বোলার মোহাম্মদ আব্বাস আফ্রিদি বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের পরিবর্তে পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। ওয়াসিম জুনিয়র পিএসএল চলাকালে সাইড স্ট্রেইনে আক্রান্ত হন এবং সময়মতো সুস্থ হতে পারেননি। আব্বাস আফ্রিদি ইতিমধ্যে পাকিস্তানের হয়ে ২০টি টি-টোয়েন্টি খেলেছেন এবং উদীয়মান এই পেসারের ঝুলিতে আছে ৩৩ উইকেট।

About The Author

শেয়ার করুন