কর্মবীর ইদ্রিস আহম্মদ মিয়ার ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দাদনচক ফজলুল হক পিটি আই প্রাঙ্গনে রবিবার দুপুরে স্মরণসভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিটি আই এর সাবেক সুপার সৈয়দ আহম্মদ। প্রতিষ্ঠানটির বর্তমান সুপার মো. নেফাউর রহমানের সভাপত্বিত্বে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা শিল্পী মো. লোকমান হোসেন, মরহুম ইদ্রিস মিয়ার পৌত্র মো. তৌফিক আহম্মেদ প্রমুখ।
বক্তারা ইদ্রিস মিয়ার স্মৃতি চারণ করতে গিয়ে বলেন, মহান এ ব্যক্তিটি এ এলাকার উন্নয়নে বিভিন্ন স্কুল কলেজ, মাদ্রাসাসহ সামাজিক ও সাংষ্কিৃতিক প্রতিষ্ঠান তৈরী করে গেছেন। তার এসব মহৎ উদ্যোগের কারণে এ এলাকার পিছিয়ে থাকা জনসাধারণ দ্রুত শিক্ষিত হবার সুযোগ পেয়েছে। বিশেষ করে তার উদ্যোগে নির্মিত এ পি টি আই টি একসময় বন্ধ হয়ে গেলে তার পরিবারের উদ্যোগে প্রতিষ্ঠানটি আবারো চালু হয়। এলাকাবাসী কৃতজ্ঞ।