Last Updated on ফেব্রুয়ারি ১৫, ২০২৫ by
ইথিওপিয়ায় ৬ মাত্রার ভূমিকম্পের আঘাত
ইথিওপিয়ার মধ্যাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে একাধিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে। স্থানীয় সময় গত শুক্রবার ভূমিকম্পটি আঘাত হানে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ইথিওপিয়ার বৃহত্তম এবং সর্বাধিক জনবহুল অঞ্চল ওরোমিয়ার কাছে ভূমিকম্পটি আঘাত হেনেছে। ওই এলাকায় প্রায় পাঁচ লাখ লোক বাস করে। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। ব্যবহারকারীরা ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সংহতি জানাতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরম এক্সের সাহায্য নিয়েছেন। তবে ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। গত ডিসেম্বর থেকে ওরোমিয়া এবং আফার অঞ্চলে তীব্র ভূমিকম্প-আগ্নেয়গিরির কার্যকলাপ চলছে, যার ফলে হাজার হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে। বছরের শুরুতে গত কয়েক সপ্তাহ ধরে নিকটবর্তী একটি আগ্নেয়গিরিতে আসন্ন অগ্ন্যুৎপাতের লক্ষণ দেখা দেওয়ার পর আফার এবং ওরোমিয়ায় ছোটখাটো ভূমিকম্প অনুভূত হচ্ছে। সূত্র : রয়টার্স, আল-অ্যারাবিয়া