ইতিহাস গড়ে উচ্ছ্বসিত ম্যাককিওন

0

মেয়েদের ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্ব রেকর্ড আগে থেকেই ছিল কেইলি ম্যাককিওনের। এবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকের বিশ্ব রেকর্ডও নিজের করে নিলেন অস্ট্রেলিয়ার এই সাঁতারু। একই সঙ্গে তার নাম লেখা হয়ে গেল ইতিহাসের পাতায়। তিনটি ব্যাকস্ট্রোকেরই বিশ্ব রেকর্ডধারী প্রথম নারী তিনি। এমন অর্জনে খুশির অন্ত নেই ম্যাককিওনের। হাঙ্গেরির বুদাপেস্টে সাঁতার বিশ্বকাপে শুক্রবার ৫০ মিটার ব্যাকস্ট্রোকে নতুন রেকর্ড গড়েন ২২ বছর বয়সী ম্যাককিওন। সাঁতার শেষ করেন তিনি ২৬.৮৬ সেকেন্ডে। আগের রেকর্ড ছিল ২৬.৯৮ সেকেন্ড, ২০১৮ সালের এশিয়ান গেমসে গড়েছিলেন চীনের লিউ জিয়াং। গত জুলাইয়ে জাপানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৫০, ১০০ ও ২০০ মিটার ব্যাকস্ট্রোকে চ্যাম্পিয়ন হন ম্যাককিওন। ১০০ ও ২০০ মিটারে বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়নও তিনি। নতুন রেকর্ড গড়ে যেমন উচ্ছ্বসিত ম্যাককিওন, তেমনি সামনে দেখছেন আরও কঠিন চ্যালেঞ্জ। “আমি খুবই খুশি। নিজেকে কখনোই একজন স্প্রিন্টার হিসেবে দেখিনি। তাই এই অর্জন সত্যিই দারুণ।” “আগামী বছর সত্যিই কঠিন হতে চলেছে। তাই আমি যত বেশি আত্মবিশ্বাসী হতে পারব, ততই ভালো।