দৈনিক গৌড় বাংলা

ইতিহাসের পাতায় সিফান

শেষ দিকে এসে লড়াই জমেছিল দুজনের মধ্যে। শেষ ১০০ মিটারে গতি বাড়িয়ে ইথিওপিয়ার টাইজেস্ট আসিফাকে সামান্য ব্যবধানে পেছনে ফেলে বাজিমাত করলেন সিফান হাসান। নেদারল্যান্ডসের অলিম্পিকস ইতিহাসের এক পাতায় চিরদিনের জন্য ‘প্রথম’ বনে গেলেন এই দূরপাল্লার দৌড়বিদ। প্যারিস অলিম্পিকসের মেয়েদের ম্যারাথনে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়ে সোনা জিতেছেন সিফান। ৩১ বছর বয়সী এই অ্যাথলেট ভেঙেছেন ২০১২ সালের লন্ডন অলিম্পিকসে (২ ঘণ্টা ২৩ মিনিট ০৭ সেকেন্ড) ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড। চলতি আসরে এ নিয়ে তৃতীয় পদক জিতলেন সিফান, সব মিলিয়ে অলিম্পিকসে তার পদক সংখ্যা দাঁড়াল ৬টি। তবে ষষ্ঠ পদকটি সিফানের নাম তুলে দিয়েছে ইতিহাসের পাতায়। ম্যারাথনে নেদারল্যান্ডসের প্রথম সোনা জয়ী অ্যাথলেট তিনিই। প্রাপ্তির উচ্ছ্বাসে ভাসছেন ইথিওপিয়ান বংশোদ্ভূত এই ডাচ অ্যাথলেট। বললেন, এখনও তার মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছেন। “মনে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি। আমি টিভিতে শুধু মানুষের অলিম্পিকসে চ্যাম্পিয়ন হওয়া দেখি। ম্যারাথন আমার কাছে বিশেষ কিছু। আপনি যখন দুই ঘণ্টা ২০ মিনিটের বেশি সময়ে ৪২ কিলোমিটার অতিক্রম করবেন, তখন প্রতিটি পদক্ষেপে অনুভব করবেন, এটা ভীষণ কঠিন এবং কষ্টদায়ক।” “যখন দৌড় শেষ করলাম, ওই মুহূর্তটায় মুক্তি অনুভব করছিলাম। এটা অবিশ্বাস্য। আমার কখনই এমন কিছুর অভিজ্ঞতা হয়নি; এমনকি, অন্য যে ম্যারাথনে দৌড়েছি, সেখানেও এত হাড্ডাহাড্ডি লড়াই হয়নি।” সিফানের চেয়ে মাত্র ৩ সেকেন্ড পিছিয়ে ইথিওপিয়ার আসিফা (২ ঘণ্টা ২২ দশমিক ৫৮ সেকেন্ড) রুপা ও কেনিয়ার হেলেন ওবিরি (২ ঘণ্টা ২৩ মিনিট ১০ সেকেন্ড) পেয়েছেন ব্রোঞ্জ।

About The Author