শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

Last Updated on নভেম্বর ১০, ২০২৪ by

ইতিহাসের পাতায় নাম লেখালেন যশবর্ধন দালাল

হরিয়ানার ওপেনার যশবর্ধন দালাল ইতিহাস সৃষ্টি করেছেন। অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফিতে মুম্বাইয়ের বিপক্ষে ৪২৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন যশবর্ধন। ১৯৭৩-৭৪ মৌসুম থেকে চলছে অনূর্ধ্ব-২৩ সিকে নাইডু ট্রফি। এই প্রতিযোগিতার রয়েছে দীর্ঘ ইতিহাস। ভারতের প্রায় সব ক্রিকেটার নিজেদের রাজ্য দলকে প্রতিনিধিত্ব করেছে। গত আসরেই উত্তর প্রদেশের ব্যাটসম্যান সামির রিজবি সৌরাষ্ট্র ক্রিকেটের বিপক্ষে ২৬৬ বলে ৩১২ রানের ইনিংস খেলেছিলেন। যা ছিল প্রতিযোগিতার সর্বোচ্চ রান। তবে এক বছরও এই রেকর্ড ধরে রাখতে পারেননি সামির। যশবর্ধন দালাল ছাড়িয়ে গেলেন তাকে। হরিয়ানার সুলতানপুরের গুরগ্রাম ক্রিকেট গ্রাউন্ডে মুম্বাইয়ের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নামে হরিয়ানা। যশবর্ধনের কোয়াড্রপল সেঞ্চুরিতে ৮ উইকেটে ৭৪২ রান করে হরিয়ানা। শেষ দুই ম্যাচে যশবর্ধনের ব্যাটে তেমন রান ছিল না। মধ্যপ্রদেশ্বের বিপক্ষে ৪ এবং ঝারখান্ডের বিপক্ষে করেছিলেন ২৩ ও ৬৭ রান। মুম্বাইয়ের বিপক্ষে ওপেনিংয়ে নেমে সব ক্ষুধা মিটিয়ে নেন তিনি। ওপেনিংয়ে ৪১০ রানের জুটি গড়েন আরশ রঙ্গাকে নিয়ে। যেখানে আরশ করেন ১৫১ রান। বাকিটা সময় যশবর্ধন একাই মাঠ মাতিয়ে রাখেন। ৪২৮ রানের ইনিংস খেলতে ৪৬ চার ও ১২টি ছক্কা মেরেছেন এই ব্যাটসম্যান। বল খেলেছেন ৪৬৫টি।

About The Author

শেয়ার করুন