শনিবার, ১৪ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ জিলহজ, ১৪৪৬ হিজরি

Last Updated on মার্চ ২৯, ২০২৫ by

ইকর’অ-র ঈদ উপহার পেল ৫০ পরিবার

চাঁপাইনবাবগঞ্জে ঈদের আনন্দ ভাগাভাগি করতে স্বল্প আয়ের ৫০টি পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ। শনিবার সকালে জেলাশহরের বিশ্বরোড মোড়ে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনটির উপদেষ্টা ও সমাজসেবক ওমর ফারুক, সভাপতি ওবায়দুল হক, সহসভাপতি শাহিনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, প্রচার সম্পাদক সোহেল রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ওবায়দুর রহমান, সদস্য মাশরাফি, সংগঠনের সদস্য বাঁধন, হাসান আলীসহ অন্যরা।
ঈদের উপহারের মধ্যে ছিল- আতপ চাল, লাচ্চা সেমাই, চিনি, সয়াবিন তেল, দুধ, পাপড়, নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।
সংগঠনটির সভাপতি ওবায়দুল হক ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন- স্বেচ্ছাসেবী সংগঠন ইকর’অ-র পক্ষে থেকে ৫০টি পরিবারকে ঈদ উপহার দেয়া হয়েছে। এটি সামান্য হলেও পরিবারগুলোকে ঈদ উদ্যাপনে সহায়তা করবে। ভবিষ্যতে বড় পরিসরে দেয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

About The Author

শেয়ার করুন