ইউপি নির্বাচন-২০১৬ গোমস্তাপুরে চেয়ারম্যানপদে ৩২ জন, সংরক্ষিত ৯০ ও সাধারণ সদস্য পদে ২৯৮ জনের মনোনয়নপত্র দাখিল

67

gourbangla logo

দেশে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত আসনে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ২’শ ৯৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, রহনপুরে গোলাম রাব্বানী রকি, সাজাহান আনসারী মামলত ও মনিরুজ্জামান । রাধানগরে মুক্তারুল হক সুমন, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন,মতিউর রহমান ও সেরাজুল ইসলাম। পার্বতীপুরে ইয়াসিন আলী,মোয়াজ্জেম হোসেন ও লিয়াকত আলী খান। আলিনগরে ইসরাফিল হক, তরিকুল ইসলাম, আজকারুল ইসলাম বিপ্লব, ও আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ । বাঙ্গাবাড়ীতে শহীদুল ইসলাম, সাদিরুল ইসলাম, আজাহার আলী মন্ডল, মনিরুল ইসলাম,ইকবাল হোসেন ও ডা. আব্দুল গণি। গোমস্তাপুরে সৈয়দ আনোয়ার হোসেন, জামালউদ্দিন মন্ডল ও আনোয়ার হোসেন মাষ্টার। চৌডালায় আনোয়ার হোসেন, আনসারুল হক,শাহ আলম, গোলাম কিবরিয়া হাবিব ও মুস্তাফিজুর রহমান । বোয়ালিয়ায় জিয়াউর রহমান আকবর, জিল্লুর রহমান লালু ও সফিকুল ইসলাম সফিক। উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ২’শ ৯৮ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্র বাছায় হবে ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।