দেশে দ্বিতীয় পর্যায়ে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮টি ইউনিয়নের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বুধবার চেয়ারম্যান পদে ৩২ জন, সংরক্ষিত আসনে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ২’শ ৯৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে যারা মনোনয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, রহনপুরে গোলাম রাব্বানী রকি, সাজাহান আনসারী মামলত ও মনিরুজ্জামান । রাধানগরে মুক্তারুল হক সুমন, মামুনুর রশিদ, দেলোয়ার হোসেন,মতিউর রহমান ও সেরাজুল ইসলাম। পার্বতীপুরে ইয়াসিন আলী,মোয়াজ্জেম হোসেন ও লিয়াকত আলী খান। আলিনগরে ইসরাফিল হক, তরিকুল ইসলাম, আজকারুল ইসলাম বিপ্লব, ও আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ । বাঙ্গাবাড়ীতে শহীদুল ইসলাম, সাদিরুল ইসলাম, আজাহার আলী মন্ডল, মনিরুল ইসলাম,ইকবাল হোসেন ও ডা. আব্দুল গণি। গোমস্তাপুরে সৈয়দ আনোয়ার হোসেন, জামালউদ্দিন মন্ডল ও আনোয়ার হোসেন মাষ্টার। চৌডালায় আনোয়ার হোসেন, আনসারুল হক,শাহ আলম, গোলাম কিবরিয়া হাবিব ও মুস্তাফিজুর রহমান । বোয়ালিয়ায় জিয়াউর রহমান আকবর, জিল্লুর রহমান লালু ও সফিকুল ইসলাম সফিক। উল্লেখ্য, উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে ৩৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯০ জন ও সাধারণ সদস্য পদে ২’শ ৯৮ জন মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্র বাছায় হবে ৫ ও ৬ মার্চ, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৪ মার্চ এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৩১ মার্চ।
Home চাঁপাইনবাবগঞ্জ ইউপি নির্বাচন-২০১৬ গোমস্তাপুরে চেয়ারম্যানপদে ৩২ জন, সংরক্ষিত ৯০ ও সাধারণ সদস্য পদে...