ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা), চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলার উদয়ন মোড় এলাকায় সংগঠনটির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠত হয়।
নির্বাচনে সভাপতি পদে ২ জন ও সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাদের মধ্যে ব্যালটের মাধ্যমে সভাপতি পদে দোয়েল পাখি প্রতীকে ২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন রানীহাটি ইউনিয়ন পরিষদের সচিব শহিদুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউর রহমান পেয়েছেন ১৭ ভোট। অপর দিকে সাধারণ সম্পাদক পদে ইলিশ মাছ প্রতীকে পার্বতীপুর ইউনিয়ন পরিষদের সচিব মুকুল হোসেন ও কাঁঠাল প্রতীকে নেজামপুর ইউনিয়ন পরিষদের সচিব রাকিবুল করিম ২০টি করে ভোট পেলে নির্বাচন পরিচালনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী লটারি করা হয়। লটারিতে মুকুল হোসেন নির্বাচিত হন। নির্বাচনে মোট ভোটার ৪৩ জন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুপুরে এই ফলাফল ঘোষণা করেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মো. মোখলেসুর রহমান। তার কাছে দাবি জানানো হলে বাপসার কার্যালয়ের জন্য একটি জায়গার ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেনÑ তৃণমূলের মানুষদের সেবায় আপনারা ইউনিয়ন পরিষদ সচিবরা নিয়োজিত। আগামী দিনে যেন সাধারণ মানুষ সঠিক সময়ে সঠিক সেবাটা পায় সেদিকে আপনারা নজর রাখবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিব নূরুল ইসলাম। কমিটির অন্য সদস্যরা হলেনÑ অবসরপ্রাপ্ত ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল খালেক, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ সচিব মাজহারুল ইসলাম, শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ সচিব আনোয়ার হোসেন, ধাইনগর ইউনিয়ন পরিষদ সচিব আব্দুল করিম।
অনুষ্ঠানে পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল উপস্থিত ছিলেন।