ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠায় মতবিনিময়

202

photo-of-ddlg-meeting-chapai-1ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) এর যৌথ উদ্যোগে ‘ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠিায় ও চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান। উপজেলা নির্বাহী অফিসার জনাব ইফতেখার উদ্দিন শামীমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ তৌফিকুল ইসলামা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী। প্রধান অতিথি  জেলা প্রশাসক মাহমুদুল হাসান বলেন, ‘ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটিগুলোকে কাঙ্খিত মাত্রায় কার্যকর করা এবং কার্যক্রম বাস্তবায়নে চেয়ারম্যান ও সদস্যদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিষদের স্বচ্ছ ও জবাবদিহিতা অনেককাংশে বৃদ্ধি পাবে’। তিনি একই সাথে পরিষদের কাজে জনঅংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। ইউনিয়ন পরিষদের বিদ্যমান আইন অনেক সমৃদ্ধ আখ্যা দিয়ে তিনি বলেন, আইনটির যথাযথ বাস্তবায়ন করতে পারলে পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদে সুশাসন প্রতিষ্ঠায় তিনি সকল ধরণের সহযোগিতার আশ^াস দেন।  সভায় স্বাগত বক্তব্য দেন সনাকের স্থানীয় সরকার বিষয়ক উপ-কমিটির আহবায়ক গোলাম ফারুক মিথুন। ধারণাপত্র পাঠ করেন সনাক সদস্য ন.স.ম. মাহবুবুর রহমান মিন্টু। মুক্ত আলোচনায় ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান, সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান, রানীহাটি ইউনিয়ন পরিষদের সচিব রেজাউর রহমান অংশ নেন। পরে অতিথি জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান চেয়ারম্যান ও সচিবসহ উপস্থিত সকলকে দুর্নীতিবিরোধী শপথ বাক্য পাঠ করান।