ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ

13

চাঁপাইনবাবগঞ্জ জেলাশহরের কলেজ রোডে অবস্থিত ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, মেধা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শনিবার সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. গোলাম রাব্বানী।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শুধু বই পড়ে রেজাল্ট ভালো করার চেষ্টা করলেই হবে না, শিশুদের নৈতিক শিক্ষা, দেশপ্রেম ও আউটডোর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের গড়ে তুলতে হবে।
সহকারী শিক্ষিক তাসনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনÑ স্কুল পরিচালনা কমিটির সদস্য আফিফ উল মিনহাজ, ডা. মুর্শেদ জামান মিঞা, মাহবুবুর রহমান বাপ্পি ও স্কুলের সমন্বয়কারী নাহিদা আক্তার দিপা।