ইউক্রেনে যুদ্ধাপরাধের তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত

3

ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধাপরাধের তদন্ত ‘দ্রুত শুরু’ করতে রাজি হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত ২০১৩ সালে ইউক্রেনে রাশিয়াপন্থী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ শুরুর পর থেকে সম্ভাব্য যুদ্ধাপরাধের বিষয় তদন্ত করবেন আইসিসির প্রসিকিউটর করিম এ এ খান। প্রসিকিউটর করিম এ এ খান জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইউক্রেনে রুশ কার্যকলাপের তদন্ত শুরু করছে।

এক বিবৃতিতে তিনি বলেন, আমি কিছুক্ষণ আগে আইসিসি প্রেসিডেন্সিকে অবিলম্বে পরিস্থিতির সক্রিয় তদন্তের বিষয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা অবহিত করেছি। প্রমাণ সংগ্রহে আমাদের কাজ এখন শুরু হচ্ছে। তিনি আরো বলেন, আইসিসি মূলত সংস্থার মূল লক্ষ্যে কাজ করবে, যেখানে বলা হয়েছে আদালতের এখতিয়ারের মধ্যে থাকা অপরাধের জন্য জবাবদিহি নিশ্চিত করতে হবে। এক টুইট বার্তায় করিম খান বলেন, ৩৯টি দেশের রেফারেল পাওয়ার পর ইউক্রেনে আনুষ্ঠানিকভাবে সক্রিয় তদন্ত শুরু হচ্ছে। এর আগে গত সোমবার তিনি জানান, ইউক্রেনে যুদ্ধপরাধের অভিযোগের জন্য আদালতের অনুমোদন চাইবেন তিনি।

তিনি বলেছিলেন, প্রসিকিউটরের কার্যালয় যেকোনো ব্যক্তির মাধ্যমে ইউক্রেনের ভূখ-ের যেকোনো অংশে যুদ্ধপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ বা গণহত্যার অতীত ও বর্তমান অভিযোগের প্রমাণ সংগ্রহ করা শুরু করবে। সে সময় তিনি আরো জানান, তদন্তে তারা ইউক্রেনের বর্তমান লড়াই এবং ২০১৪ সালে দেশটির ওপর প্রথম রুশ আগ্রাসনের সময় ইউক্রেনে কোনো যুদ্ধাপরাধ সংগঠিত হয়েছে কি না সেটি খতিয়ে দেখা হবে।