বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯ রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

Last Updated on এপ্রিল ১৫, ২০২৪ by

ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেলেন স্কুলছাত্রী

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছেন এক স্কুলছাত্রী। নবম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৫নং ওয়ার্ডে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার পৌর এলাকার আলীনগর মহল্লার এক তরুণের সঙ্গে ওই স্কুললছাত্রীর বিয়ে হওয়ার কথা ছিল। সে অনুযায়ী ওই স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে ঘরোয়াভাবে বিয়ের সব আয়োজন সম্পন্ন করা হয়। এদিকে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন দুপুরে ওই স্কুলছাত্রীর বাড়ি যান এবং বাল্যবিয়ের আয়োজন করার অপরাধে ছাত্রীর বাবাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে পাঠান। এছাড়া মেয়ের মা ও তার মামাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
এ বিষয়ে মোছা. তাছমিনা খাতুন বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাই। বাল্যবিয়ের অপরাধে কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে মেয়ের মা ও তার মামার কাছে মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেওয়ার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

About The Author

শেয়ার করুন