বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ শাবান, ১৪৪৬ হিজরি

Last Updated on অক্টোবর ৩১, ২০২৪ by

ইংলিশ কারাবাও কাপ থেকে বিদায় নিলো ম্যানচেস্টার সিটি


টটেনহ্যাম হটস্পারের কাছে ২-১ গোলে হেরে ইংলিশ কারাবাও কাপ থেকে বিদায় নিয়েছে ম্যানচেস্টার সিটি। চলতি মৌসুমের সব ধরনের প্রতিযোগিতায় এটি ম্যানসিটির প্রথম হার। অন্যদিকে দুর্দান্ত জয়ে কোর্য়াটার ফাইনালে চলে গেছে টটেনহ্যাম। গত বুধবার টটেনহ্যামের মাঠে শুরুতেই গোল হজম করে সিটি। ৫ মিনিটে লিড নেয় টটেনহ্যাম। গোল করেন জার্মান স্ট্রাইকার টিমো ওয়ার্নার। ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে টটেনহ্যাম। এবার গোল করেন পেপে মাতার সার। ম্যানসিটি নিজেদের একমাত্র গোলটি করে প্রথমার্ধের ইনজুরি সময়ে। ৪৫+৪ মিনিটে ম্যাথিউস নুনেসের গোলে ব্যবধান কমিয়ে ২-১ করে পেপ গার্দিওলার দল। দ্বিতীয়ার্ধে আরও গোল না হওয়ায় জয় পায় টটেনহ্যাম। হারের কষ্টের মধ্যে সিটির ইনজুরির সারি আরও লম্বা হলো। আগেই দলের মূল খেলোয়াড়দের অনেকে ইনজুরিতে পড়েছিলেন। নতুন করে ইনজুরিতে পড়েন সাভিনহো। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ম্যাচের ৬২ মিনিটে ইনজুরিতে পড়লে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন।

About The Author

শেয়ার করুন