চাঁপাইনবাবগঞ্জে দুই উপজেলা ও এক পৌর বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ৬১ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার জেলাশহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ তৃণমূল বিএনপির নেতৃবৃন্দের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নাচোল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, জেলা বিএনপির শীর্ষ পদের নেতারা অগণতান্ত্রিকভাবে সদর, নাচোল ও ভোলাহাট উপজেলা এবং নাচোল পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করেছেন।
সংবাদ সম্মেলনে পদত্যাগী এনামুল হক অভিযোগ করে বলেন, ‘গঠনতন্ত্র না মেনে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করায় আমরা ৬১ জন নেতাকর্মী পদত্যাগ করলাম।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ পদত্যাগী বিএনপি নেতা আব্দুল মালেক, এসরাইল হক, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, সাইদুর রহমানসহ অন্য নেতৃবৃন্দ।